কোন এক অজানা মেয়ের মায়ায়

স্তব্দ সেই মন
বড় চোখ তোমার
বিষন্ন থাক তুমি
কেন শান্ত মন তোমার

মাক্সের আড়ালে দেখলে তোমায়
নিয়ে যেতে চাই হাসির কল্পনায়
লম্বাতে তুমি আমারই ছোয়ায়
শরীর যেন সিনিয়র তুমি হায়
জানিনা তোমার হতে পারবো কি
হয়তো বা হয়েও না হওয়া ভাবছি

হে লম্বা মেয়েটি
ছেড়ে দিয়ে রাখা তোমার চুল
হাতগুলো কখনো খেয়াল করিনি
তুমি সাড়া দিয়েছো বুজতে পারনি
ভালোবাসবো কিনা বুজতে পারিনি
ভালোবাসা দিবে কিনা জানতেও চাইনি
আমার হবে কিনা বুজতে চাইনি

পারিনি পারিনি পারিনি
বলতে তোমায়
ভালোবাসি আমিও যে তোমায়
মন তো চায় ছুঁই তোমায়
মনকে বলি বলে দে হায়

তোমার সাথে কথা হয় না তেমন
তবুও কেন জানিনা রিদয় এমন
তোমাকে বানাই মনের স্বজন
মনযে তোমার খুব আপন

ছেচড়া কিছু বন্ধুর সাথ দিলে
দেখলে তোমায় মনটা জ্বলে
বেথা দিওনা মনটা তোমার
দিয়ে দিব মন করে উজার

যাই হোক আমি ভালোবাসি
শুধু যে তোমায়ই প্রেয়সী

#anik

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started